বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করেছে ১৫ ফিল্ড রেজি: আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর রবিবার ভোরে উপজেলাধীন মাটিরাঙ্গা জোন সংলগ্ন পৌরসভার ৮ নং ওয়ার্ড মাটিরাঙ্গা কাঠাল বাগানস্থ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মাটিরাঙ্গা জোন সদর সার্জেন্ট মোঃ সামস এর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ মালামাল আটক করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৩৩ হাজার ৭শত ১০ টাকা।
উপরোক্ত বিষয় সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি বলেন,অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিধি মোতাবেক আটককৃত ভারতীয় মালামাল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply