রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে নতুন নেতৃত্বের উচ্ছ্বাস

আল-মামুন, খাগড়াছড়ি:: দীর্ঘ বছর পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতিক্ষিত সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) আসলো নতুন নেতৃত্ব। খাগড়াছড়ি অফিসাস ক্লাবে খাগড়াছড়িতে সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক র্নিবাচনে আয়োজন করা হয়।

এতে সোমবার (৩১ অক্টোবর ২০২২) সকাল থেকে বিকেলে পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আশিস কুমার। ১৪১ জন ভোটারের মধ্যে ১৩১ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী শান্তি পরিবহনের তার নতুন নেতা নির্ধারণ করে।

ভোটারদের ব্যালটের এ নির্বাচনে বিশ্বজিত রায় দাশ ৭৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এর আগে সভাপতি পদে তিনজন প্রার্থী হলেও ২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয় মাটিরাঙ্গার তবলছড়ির ইউপির বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া।

এছাড়াও হাজী এ.এম.এম. জিয়া উদ্দিন ৭৯ ভোট পেয়ে সহ-সভাপতি,আব্দুল লতিফ ৭২ ভোট পেয়ে যুগ্ম সাধারন সম্পাদক,আবু তাহের ৯০ ভোট পেয়ে সহ-সম্পাদক,৮১ ভোটে সুভাষ দাশ কোষাধ্যক্ষ,৭৯ ভোট পেয়ে মো. রোকন উদ্দিন সাংগঠনিক সম্পাদক, (তিন জন) লাইন নিয়ন্ত্রক পদে ৮২ ভোটে মো. নাছির উদ্দিন,৭৫ ভোটে সজল দাশ ও ৭২ ভোটে শেখ হারুন অর রশিদ নির্বাচিত হয়।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে ৬৮ ভোটে অনন্ত বিহারী চাকমা ও ১০৪ ভোট পেয়ে মো. নুরুল ইসলাম,৮৪ ভোটে মো. নুর হোসেন,৬৭ ভোটে আবু বক্কর ছিদ্দিক ও ৬৪ ভোটে মো: হানিফসহ (চার জন) কার্যকরী সদস্য নির্বাচিত হয়।

নির্বাচনে সুন্দর সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসেপ্রু চৌধুরী অপু ভোট কেন্দ্র পরির্দশন করেন।

এতে ১৪টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করেন। জয়ের পর প্রার্থীদের কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠে। একই সাথে মিষ্টি বিতরণ,আনন্দ মিছিলসহ দীর্ঘ প্রতিক্ষিত এ ভোটের নির্বাচনে বিজয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd