শনিবার, ০৩ Jun ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
নুরুল, আলম:: প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপ্রাদ্যে খাগড়াছড়ি গুইমারাতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজানে র্যালি ,আলোচনা সভা,যুব ঋণ ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমানে সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার,মো: মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,উপজেলা কৃষি কর্মকর্তা ওষ্কর বিশ^াস,গুইমারা থানার প্রতিনিধি এস আই সুজন,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার মুহাম্মদ জায়নুল আবদীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাসিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহ আলম,গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধিবৃন্দ।এছাড়া প্রশিক্ষিত যুব ও যুব মহিলা এবং ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।সভা শেষে উপলজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
বক্তারা বলেন, প্রশিক্ষিত যুবশক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি, দরিদ্র নিরসনে যুবসামাজই প্রধান শক্তি, তারুণ্যের জোয়ারে উদ্ভাসিত যুবসমাজকে সুসংগঠিতকরণের মাধ্যমে আত্মপ্রত্যয়ী যুবশক্তি গঠনে তৎপর হতে হবে আমাদের। দক্ষতা ছাড়া সমৃদ্ধি অসম্ভব।দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশে উন্নীত হবে,আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারব।দক্ষতামূলক প্রশিক্ষণের পাশাপাশি যুবদের বিভিন্ন বিষয়ে সচেতনতা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণও দেওয়া হয়।যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়।সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।পাহাড়বাসীর জন্য উপযোগি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রতি ও দৃষ্টি আকর্ষণ করেন বক্তরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply