রবিবার, ০৪ Jun ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে যুবলীগের শোভাযাত্রা ও সমাবেশ

খাগড়াছড়িতে যুবলীগের শোভাযাত্রা ও সমাবেশ

নুরুল আলম:: খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫জানুয়ারি) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা (তাতু)।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা (জুয়েল), জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd