মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:১১ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন, জাতীয় মানবাদিকার কমিশন এর সম্মানিত সদস্য ও গুইমারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কংজরী চৌধুরী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী ২০২৩) সকালে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন, গুইমারা উপজেলা শিক্ষা অফিসার মো: হিটলারুজ্জামান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ উপজেলা কর্মকর্তা-কর্মচারি শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি।
পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন, গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ। সম্মানিত অতিথির বৃন্দের বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: মাসুদ পারভেজ।
এসময় বক্তরা বলেন, একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। খেলাধুলা মানুষকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল করে। ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয়। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার প্রাপ্ত সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশু শিল্পীদের গান, নৃত্যের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply