রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:০২ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

খাগড়াছড়িতে বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিএনপি। রবিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রথমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে ও পরে চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মাস্টার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মেশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd