রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন

বুধবার খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফ’র সড়ক অবরোধের ডাক

বুধবার খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফ’র সড়ক অবরোধের ডাক

নুরুল আলম:: খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সড়ক অবরোধের ডাক দিয়েছে। ৫ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি এই পাঁচ উপজেলায় অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা।

প্রসঙ্গত, গত রোববার(২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কয়েকজন কর্মী এসে বাধাঁ দেয়। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা ওরফে উষা (২৮) গণপিটুনিতে আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর মানিকছড়িতে ইউপিডিএফ কর্মীরা রবিবার বিকালে একটি ঝটিতা মিছিল বের করে ও একটি চাঁদের গাড়ীতে আগুন ও একটি টমটম ভাংচুর করে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, সহিংস ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd