রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
নুরুল আলম:: খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সড়ক অবরোধের ডাক দিয়েছে। ৫ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি এই পাঁচ উপজেলায় অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা।
প্রসঙ্গত, গত রোববার(২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউপির কালাপানি স্কুলপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কয়েকজন কর্মী এসে বাধাঁ দেয়। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা ওরফে উষা (২৮) গণপিটুনিতে আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর মানিকছড়িতে ইউপিডিএফ কর্মীরা রবিবার বিকালে একটি ঝটিতা মিছিল বের করে ও একটি চাঁদের গাড়ীতে আগুন ও একটি টমটম ভাংচুর করে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম জানান, সহিংস ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply