রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৪২ অপরাহ্ন

সেনা প্রধানের পক্ষে অসহায়দের মাঝে ঈদের উপহার পৌছে দিল গুইমারা রিজিয়ন

সেনা প্রধানের পক্ষে অসহায়দের মাঝে ঈদের উপহার পৌছে দিল গুইমারা রিজিয়ন

নুরুল আলম:: খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন অভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।

পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম সম্প্রদায়ের আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে ১৭ এপ্রিল ২০২৩ সোমবার সকাল থেকেই রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ এবং বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের আয়োজনে ৬শত স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে “ঈদ উপহার” হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস্, গুড়ো দুধ, মুরগী এবং পোলাও মুরগি রান্নার মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করা হয়। সেনাবাহিনী প্রধানের এই উপহার সামগ্রী অসহায়, দুস্থ ও অচল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার নিজে পৌছে দেন এবং অন্যান্য জায়গায় পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়ন ২৪ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস. এনডিসি. পিএসসি.জি। এছাড়াও অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন জিএসও-২ (ইন্ট) ও রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহ্বান জানান। এছাড়াও সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার প্রদান করেন।

গুইমারা রিজিয়নের নিয়োজিত সেবা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd