রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন
নুরুল আলম:: ধেয়ে আসা প্রাকৃতিক দুর্যোগ ‘মোখা’ মোকাবেলা এবং জনগণকে সজাগ রাখতে সার্বিক ব্যবস্থাপনা প্রস্তুতির গ্রহণ করেছে খাগড়াছড়ি জেলার দূর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা। তারই অংশ হিসেবে ১৩ মে ২০২৩ শনিবার (বিকেল ৫টা) সম্মানিত জেলা প্রশাসক বৃহত্তর শালবন এলাকাসহ পাহাড়ধ্বসের ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসকের সাথে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন ছিলেন। এসময় পরিদর্শনকৃত এলাকার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেন।
ধেয়ে আসা শক্তিশালি ঘুর্ণিঝর মোখা মারাত্মক রুপ নিয়েছে বলে আবাহাওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংস্থার সুত্রে জানা যায়। আজ এবং আগামী কালকে এর আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসময় সকলকে সচেতন ও নিরাপদ স্থানে প্রস্থান করার জন্য আহ্বান জানানো হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, শক্তিশালি ঘূর্ণিঝর “মোখা” মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোনো প্রকার অপৃতিকর ঘটনা না ঘটার জন্য সকলকে সচেতন থাকতে হবে। ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাসরত অবস্থায় আছেন তাদের নিরাপদ স্থানে যেতে হবে। যারা পাহাড়ের উপরের বসবাস করছেন এবং পাহাড়ের নিচের বসবাস করছেন তাদের সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলেন তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply