রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

রাজনৈতিক ব্যক্তি কে টাকা নয় রাজনীতি করতে দিতে হবে

রাজনৈতিক ব্যক্তি কে টাকা নয় রাজনীতি করতে দিতে হবে

                                —দীপংকর তালুকদার এমপি

নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: নৈতিক ব্যক্তি কে টাকা নয়, বরং রাজনীতি করতে দিতে হবে। উচ্চাভিলাষ আমাদের কে ক্ষতিগ্রস্ত করছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে সহিংসতা সৃষ্টি করা যাবে না। এমনটা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। বক্তব্যে এমনটাই জানিয়েছেন দীপংকর তালুকদার এমপি।

শনিবার (১৩ই মে) সকালে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯আসনের সাংসদ দীপংকর তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুসা মাতব্বর, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান।

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনসার আলী, সুজিত তালুকদার, ফারুক মৃধা, ধর্মেশ খীসা, বাবুল কর্মকার ও বীর মুক্তিযোদ্ধা মঈনুল হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন ভুঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সম্প্রতি নানিয়ারচরে ঘটে যাওয়া দলীয় উশৃঙখল পরিস্থিতির কথা উল্লেখ করে দীপংকর তালুকদার বলেন, উদ্ভুত পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে জেলা আওয়ামী লীগ নানিয়ারচরে আসতে হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আজ আমরা এসেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd