রবিবার, ০৪ Jun ২০২৩, ১১:২০ অপরাহ্ন

রামগড়ে স্কেভেটর উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে চালক মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন। রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় শনিবার রাত ১১টার এ দুর্ঘটনা ঘটে। সে নোয়াখালীর কবিরহাটের মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটরটি জব্দ করা হয়েছে। সে সাথে মামলাসহ পরবর্তী আইনি প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্র জানান, ২ নম্বর ওয়ার্ডের পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো. ফেরদৌস নামে একব্যাক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টে গিয়ে চালকের মাথা থেঁতলে যায়। এতে চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়।

এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। এ ধরনের কর্মকাণ্ডের ফলে যেমনি ধ্বংস হচ্ছে প্রকৃতি পরিবেশ। তেমনি বাড়ছে ঝুঁকি ও প্রাণহানি। তাই জেলাজুড়ে পাহাড়কাটা বন্ধসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে জরুরী ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন সমাজের।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd