সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: টকশোতে ওয়াদুদ ভূইয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। বুধবার (২১ জুন ২০২৩) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
দেশ টিভির টকশোতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তারা বলেন,বেপরোয়া হয়ে উঠছে ওয়াদুদ ভূইয়া।
তার এ ধরনের কর্মকান্ডের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করে নেতৃবৃন্দরা ওয়াদুদ ভূইয়ার বিএনপি সরকারে সময়ের সেই আচরণ এখনো বদলায়নি এবং সব সময় আওয়ামীলীগকে নিয়ে মিথ্যাচার করে আসছে বলেও অভিযোগ তুলেন বক্তারা।
ওয়াদুদ ভূইয়াকে খুনী,গডফাদার আখ্যা দিয়ে দেশ টিভির টকশোতে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করেন। এ ধরনের কর্মকান্ড প্রত্যাহার না করলে ওয়াদুদ ভূইয়াকে আগামীতে তার খেসারত দিয়ে হবে বলে উল্লেখ করে এ ধরনের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান নেতৃবৃন্দরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পাজেপ সদস্য ও আওয়ামীলীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,দপ্তর সম্পাদক চন্দন বড়ুয়া,উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী,জেলা আওয়ামীলীগের সদস্য শামীম চৌধুরী,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply