বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ৬ ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক

খাগড়াছড়িতে ৬ ভারতীয় গরুসহ ৩ পাচারকারী আটক

নুরুল আলম:: ভারতীয় জাতের ৬টি বলদ গরুসহ ৩জনকে অভিযান চালিয়ে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। ভাইবোনছড়া এলাকা থেকে খাগড়াছড়ির পথে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।

শুক্রবার (২ জুন ২০২৩) রাত সাড়ে ১১টায় গরুসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, মো: রিপন (৪০),মো: ইয়াছিন (১৮),মো: নাছির (২৩) ও মো: রুবেল। তার মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা বলে জানা যায়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান আটকের বিষযটি নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে লোগাং সিমান্ত দিয়ে আনার পথে ৬টি ভারতীয় জাতের বলদ গরু জব্দসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এ সময় তিনি আরো জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধ মামলা করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd