বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাইদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা পুলিশ। রবিবার (২৫ জুন ২০২৩) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মতবর পাড়া থেকে লাশ উদ্ধার করা হয়।

সাইদুল গাইবান্ধার ঘোড়াঘাট এলাকার মৃত: জমির উদ্দিন ছোট ছেলে। দীর্ঘ দিন যাবৎ স্ব-পরিবারে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। সাইদুলের মামী গাজি নগরের বাসিন্দা মোরশেদা বেগম বলেন, তিন ভাই বোনের মধ্যে সাইদুল সবার ছোট। ২বছর যাবৎ মাতবরপাড়া এরশাদ মিয়ার বাড়িতে মা ও ভাইসহ একত্রে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বড় ভাই সাইফুল ইসলাম তাকে ডাকতে গেলে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেয়া চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd