বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

নানিয়ারচরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নানিয়ারচরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নানিয়ারচর প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেছে নানিয়ারচর জোন (১০বীর)।

বুধবার (২১জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়পুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।

এতে এলাকার পিছিয়ে পড়া ও অসহায় শতাধিক রোগী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল কার্যক্রমে সেবা নেন। এসময় সেবা নিতে আসা রোগীদের মাঝে ডাক্তারি পরামর্ষের পাশাপাশি ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।

এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক বলেন, মানবতার সেবায় প্রতি মাসে আমরা ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিতায় আজ বড়পুল পাড়া এলাকায় মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। যারা ক্রিটিকাল পেশেন্ট আছেন তাদের কে চট্টগ্রামে পাঠানো ও চিকিৎসা খরচ নানিয়ারচর জোন বহন করবে।
তিনি আরো বলেন, নানিয়ারচর জোনের পক্ষ থেকে মানবিক এই কার্যক্রম চলমান থাকবে। যাতে এলাকার জনসাধারণ এর মাঝে সম্প্রীতি বজায় থাকে।

এসময় নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুন নাঈম, বাকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নেওয়াজ মোঃ আদনান খাঁন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া সহ এলাকার হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকাল কার্যক্রম পরিদর্শন শেষে জোন অধিনায়ক স্থানীয় হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd