সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির বাঘাইছড়িতে কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী রুমানা চাকমা ও শারমিন আক্তারের হাতে সেলাই মেশিন হস্তান্তর করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা খোঁজখবর নেন এবং পড়াশোনার ফাঁকে সেলাই মেশিনটির যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আগামীতেও এই ধরা অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply