সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
রবিবার (৩০ জুলাই) সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়ে শহর পদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়ার নেতৃত্বে মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড.আশুতোষ চাকমা, দপ্তর সম্পাদক চন্দুন কুমার দে ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অগ্নিসন্ত্রাসীদের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply