বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

‘আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন’

‘আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার (এসপি) মুক্তি ধর, পিপিএম (বার) বলেছেন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং প্রতিরোধসহ খাগড়াছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ স্বল্প সংখ্যক পুলিশের একার পক্ষে এসব অপরাধ দমন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কেউ যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রামগড় থানার উদ্যোগে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটরিয়ামে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার বারবারি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল। স্বাগত বক্তব্য রাখেন রামগড় খানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, অন্যান্যের মধ্যে সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু, পৌরসভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম বক্তব্য দেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরি অনুষ্ঠান সঞ্চালনায় সভায় বিট পুলিশিং কমিটির সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd