বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক চাকমা নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম হত্তলী চাকমা (৪৮)। সে উপজেলার কবাখালী ইউনিয়নের রিজার্ভছড়া গ্রামের কালাউদু চাকমার স্ত্রী।
বুধবার (২৩ আগস্ট) সকালে দীঘিনালা জোনের প্রশান্তি ক্যান্টিন সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার সকালে ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে দীঘিনালা জোনের ক্যান্টিন সংলগ্ন এলাকায় গেলে হঠাৎ করে ইজিবাইক উল্টে যায়। এতে তার মাথা ও মুখে জখম হয়। ঘটনার পর উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হত্তলী চাকমার ১ ছেলে ২ মেয়ে রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply