বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দীঘিনালা থেকে উদ্ধার নরসিংদীর মিতু আখতার (২৭)। সে নরসিংদী জেলার ঘোড়াশালের খালিসার টেক গ্রামের ছোয়ালিন মিয়ার মেয়ে।
প্রায় নয় মাস আগে নরসিংদী থেকে হারিয়ে যান মিতু। শুক্রবার (৪ আাগস্ট) রাতে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় উদ্ধারের পর তার পরিবার-পরিজনদের হাতে হস্তান্তর করা হয়। দীঘিনালা থানার এস আই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত (৩ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করেন মিতু আখতার। বিষয়টি দীঘিনালা থানা পুলিশের নজরে এলে, মিতুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে মিতু জানায়, তার বাড়ী নরসিংদী জেলার ঘোরাশালে। এছাড়া সে আর কিছুই জানাতে পারেনি।
এ ব্যাপারে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব রহমান খান জানান, ঘটনাটি জানার পর সাথে সাথে নরসিংদীর জেলার পলাশ থানায় যোগাযোগ করে দায়িত্বরত পুলিশের সহায়তায় চাই।
পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে মিতু’র মা এবং তার স্বামীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়। শুক্রবার রাত দশটায় মিতু আখতারের পরিজনের হাতে হস্তান্তর করেন বলে জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply