বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

নতুন ইউএনও পেল গুইমারা উপজেলা প্রশাসন

নতুন ইউএনও পেল গুইমারা উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: নতুন ইউএনও পেল গুইমারা উপজেলা প্রশাসন। দীর্ঘ দিন ধরেই ইউএনও সংকটে ভুগছিল গুইমারা উপজেলা প্রশাসন।

চলতি বছরের ফেব্রুয়ারী থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ৪ জন উপজেলা নির্বাহী অফিসারকে গুইমারায় বদলি করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির আদেশ বাস্তবায়ন হয়নি একটিও। কর্মস্থলে যোগ দেননি কেউ। সর্বশেষ চলতি মাসের ১ তারিখ গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয় রাজীব চৌধুরীকে। অবশেষে যোগ দিলেন তিনি।

জানা যায়, গুইমারাতে ইউএনওর বাসভবন নেই। বাসভবন সংকটের কারনেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ গুইমারায় আসতে চাননা। ইইএনওর বদলির আদেশ বাস্তবায়ন ও যোগদানের বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্রগ্রাম ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বদলিকৃত ইউনএনও রাজীব চৌধুরীর যেগদানের সময়সীমা ১০ আগস্ট। আজ বৃহস্পতিবার যোগদানের উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসে যাবেন। আশা করছি আগামী রবিবার থেকে ইউনএনও রাজীব চৌধুরী গুইমারাতে অফিস করবেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd