বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

পানছড়ি লোগাং জোনের উদ্যোগে বেকার-দুস্থদের সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদান

পানছড়ি লোগাং জোনের উদ্যোগে বেকার-দুস্থদের সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক:: পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপ‚র্ণ এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, গরিব শিক্ষার্থী, অসহায়-দু:স্থ ও পানছড়ি ফুটবল একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

সেলাই কাজ জানা শনখোলা এলাকার বেকার সাকি চাকমা জানায়, অর্থনৈতিক সমস্যার কারণে মেশিন কিনতে না পেরে বিজিবি’তে আবেদন করি। আজ সেলাই মেশিন হাতে পেয়েছি। বেকারত্ব দ‚র করে নিজেই সংসারের হাল ধরতে পারবেন বলে জানান তিনি। খাগড়াছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া ফারহানা আর্থিক সহায়তা পেয়ে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

খেলাধুলার সামগ্রী ফুটবল ও বুট পেয়ে বিজিবি’র জোন অধিনায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন পানছড়ি ফুটবল একাডেমির রিয়াজ, ছোটন, কাউছার ও নয়ন। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd