বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে গুইমারা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ নেতাকর্মীরা দলীয় অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো.আবু তাহের ও সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমার নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিলটি গুইমারা উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।
Leave a Reply