বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন

নানিয়ারচরে ৩৬লিটার মদ জব্দ ৬জন কে জরিমানা

নানিয়ারচরে ৩৬লিটার মদ জব্দ ৬জন কে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩৬লিটার চোলায় মদ জব্দ সহ ৬ব্যক্তি কে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার ও রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩৬লিটার চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ ক্ষতিকারক পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দন্ড বিধি ১৮৬০ সালেন আইনে ২৭৩ ধারা মোতাবেক ৬ ব্যক্তি কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, নানিয়ারচর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১. নবজ্যোতি চাকমা (৩০), ২. জ্যোৎস্না চাকমা (৩৫), ৩. চিকনবী চাকমা (৬০), ৪. পহেলী চাকমা(২৮), ৫. পহেলী চাকমা (২৮) ও ৬. দীপন চাকমা (২৮)।

পরবর্তীতে নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি চাকমার মুচলেকায় প্রতিজন কে (এক হাজার) টাকা হারে মোট (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করে তাদের কে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার জানান, রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় আমরা ৩৬লিটার চোলায় মদ জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে সংশ্লিষ্ট সকলের উপর কঠোর নজরদারী রাখা হবে।

এসময় রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নানিয়ারচর উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা বা অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডণীয় অপরাধ।

Design & Developed BY Muktodhara Technology Ltd