খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় খাগড়াছড়ি সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

মেমাং মারমার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী,প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল আলমসহ পেশাজীবি সাংবাদিকরা এতে অংশ নেয়।

জাতীয় পুষ্টিসেবা,স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪,৯৮৫ জনকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (এক লক্ষ আই ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর স্যখ্যা ৯৩,১৩১ জনকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (দুই লক্ষ আই ইউ) খাওয়ানো হবে বলে সূত্র জানায়।

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এ কার্যক্রম। এছাড়াও খাগড়াছড়ির ৮ উপজেলা,সদর পৌরসভায় মোট ইউনিয়ন এর সংখ্যা ৩৮টি এবং মোট ১১৭টি ওয়ার্ডে ১০টি স্থায়ী কেন্দ্র ১০টি, অস্থায়ী কেন্দ্র ৯৩৬টি,স্বাস্থ্য সহকারী ১১৯ জন,পরিবার কল্যাণ সহকারী ৭৯ জন,সিএইচসিপি ১১৫ জন,মোট সেচ্ছাসেবক সংখ্যা ১৮৯২ জন,মোট ইউনিয়ন সব সেন্টার ১১টি,মোট কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা ১১৫টি ও মোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২১টি বলে সিভিল সার্জন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!