সবাই যেন উৎবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে

Reporter Name

                             জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি :-রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে।ভোট দেওয়া সকল নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সন্মানের বিষয়। ভোটকে উৎসব মূখর করে তুলুন। তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ। একটি শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচনের কেউ যদি ভোট দিতে বাধা দেয় তাহলে ছাড় দেওয়া হবে না,রাষ্ট্র বিরোধী ও ভোট দানে কারচুপি করলে ভালো হবে না।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক আরোও বলেন, সকল জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, হেডম্যান এবং কারবারি সহ সকলকে নিয়ে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই।

বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ জানুয়ারি ) দুপুর ১২ঃ০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার), বিলাই ছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,সহকারী পুলিশ সুপার বিলাইছড়ি সার্কেল আবুল কাসেম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা( রাসেল) বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,আতুমং মার্মা, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা এবং কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ)।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,হেডম্যান, কার্বারি, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া।

জানা গেছে, উপজেলায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কক্ষে ১৭৫ জন প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার দায়িত্বে থাকবেন।এর মধ্যে হেলিসর্টি ব্যবহার হবে বড়থলি ইউনিয়ন সহ দূর্গম কেন্দ্রগুলোতে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় দায়িত্বে থাকবেন সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী।বিশেষ করে পুলিশ, আনসার,বিজিবি এবং সেনাবাহিনী। মোট ভোটার সংখ্যা ২৩,১১৭ জনের মধ্যে সবাইকে ৭ জানুযারী ভোট দেওয়ার আহ্বান করা হয়।

আলোচনা শেষে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের কর্মশালায় অংশ নেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!