নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর অধীনে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানের লক্ষ্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৭ জানুয়ারী ২০২৪) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সহায়তা প্রদান কর্মসূচিতে অতিথি বক্তা ছিলেন, খাগড়াছড়ির জেলা মৎস্য অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক শরৎ কুমার ত্রিপুরা।
প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানের লক্ষ্যে ২০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণের দ্বিতীয় দিনে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে “ কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩দিনের প্রশিক্ষণে গৃহপালিত পশুসহ মৎস্য চাষে প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্ভুদ্ধ করা হয়েছে। এছাড়াও কিভাবে গৃহপালিত পশুকে লালন পালন করতে এবং মাছ চাষে সফলতা আনা যায় সেই বিষয় আলোচনা করা হয়।
Leave a Reply