নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড়ে চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার দাতারামপাড়া এলাকার চারটি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
অভিযানে জব্দকৃত ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ রামগড় রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে নিলামে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ নম্বর ধারা অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়। তাই নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply