নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী ২০২৪) সকালে গুইমারা উপজেলা হলরুমে গুইমারা তথ্যকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উদ্যোক্তা প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, তথ্যসেবা কর্মকর্তা কীর্তি চাকমা, তথ্যসেবা সহকারী অর্জিনা ত্রিপুরাসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেমং মারমা বলেন, বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। একজন উদ্যোক্তা নিজ চেষ্টা এবং অদম্য আত্মবিশ্বাসের মাধ্যমে সাবলম্বিন হতে পারে। এছাড়াও দেশের উন্নয়ন ও গঠনের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও নারী উদ্যাক্তাদের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply