নুরুল আলম:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ে সাম্প্রদায়িক- সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও এলাকার উন্নয়নের অব্যাহত রাখার স্বার্থে সকলে সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমাকে আজ যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে এই এলাকার প্রতি আমার আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধর ও সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এর আগে জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান ও অতিথির সম্মানে এখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হয়।
Leave a Reply