নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২১ ফেব্রুয়ারী ২০২৪) দিবসের প্রথম প্রহরে গুইমারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান গুইমারা প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম, অর্থ সম্পাদক শাহ আলম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, সম্মানিত সদস্য মহিন উদ্দিন, জনি ভট্টচার্জসহ বিভিন্ন সাংবাদকর্মীরা।
পুস্পস্তবক অর্পণ শেষে গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা গুইমারা প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অপরাধ, অবৈধ কাজসহ সকল অন্যায়ের বিরুদ্ধে বস্তুু নিষ্ঠা সংবাদ প্রকাশের জন্য সকলকে আহ্বান জানান।
Leave a Reply