নুরুল আলম:: “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
শুক্রবার (১ মার্চ ২০২৪) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও গুইমার উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ঝর্ণা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার এর কর্মকর্তা টিঙ্কু চাকমা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, ন্যাশেন্যাল লাইফ ইন্সুরেন্স এর গুইমারা শাখা ইনচার্জ মনোয়ারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অতিথিরা বীমার বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য প্রদান শেষে সকলকে নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
Leave a Reply