নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।
এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা পৌছানোর লক্ষ্যে দেবলছড়ি বাজারপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন এ আগত ১শত জন পাহাড়ী মানুষের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার বিএসএস-১০২৪৫৯ ক্যাপ্টেন আতিকুর রহমান। চিকিৎসাসেবা প্রদান ছাড়াও তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরার্মশ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply