নুরুল আলম:: গুইমারা উপজেলায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে বাইল্যাছড়ির মদিনা ইটভাটা কর্তৃপক্ষ ও জমির মালিককে মোট ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল ২০২৪) বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট রাজীব চৌধুরীর অভিযানে বাইল্যাছড়ি এলাকার মদিনা ইটভাটার মালিক ও কৃষি জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, মদিনা ইটভাটায় ইটতৈরির কাজের জন্য পাশের একটি কৃষি জমি থেকে অবাদে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধ ভাবে কৃষি জমির মাটি কর্তন ও ইটভাটায় ব্যবহারের অপরাধে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ ২০১৩ সালের ৫৯নং আইনের ৫ ধারা অনুযায়ী ভাটার মালিক ও জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply