শিরোনাম
খাগড়াছড়ির বাজারে পাহাড়ি-বাঙালির উপস্থিতি স্বাভাবিক খাগড়াছড়িতে ভাঙচুর ও লুটপাট;আ.লী-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার পাহাড়ে শান্তি-শৃঙ্খলায বজায় রাখতে প্রস্তুত সেনাবাহিনী গুইমারায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় গুইমারায় জাতীয় জন্ম ও মৃতু দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিভিন্ন পুজা মন্ডপ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন একটি মহল পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার ষড়যন্ত্র করছে গুইমারায় বিএনপির অফিস ভাংচুরের দায়ে এক ব্যক্তি আটক গুইমারায় বাজার বয়কটের প্রেক্ষাপটে মতবিনিময় সভা

পবিত্র রমজান মাস সংযমও আত্মশুদ্ধির মাস

Reporter Name

গুইমারায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) সন্ধ্যায় পুলিশ সুপার মুক্তা ধর গুইমারা থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সাথে ইফতার এবং দুঃস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন তুলে দেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযমও আত্মশুদ্ধির মাস। এই সময়ে সকল বিষয়ে সংযমসহ সকলের প্রতি আন্তরিকতা ও ভালবাসা থাকা প্রয়োজন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি এই সমাজেরই অংশ,তাদেরকে সমাজের মুল স্রোতে নিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজে যারা নিম্ন আয়ের দুঃস্থ মানুষ আছে তাদেরকে ও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নিতে হবে।

সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি তাই গুইমারা থানার অফিসার ইনচার্জ এর আয়োজনে এ সামান্য চেষ্টাসহ খাগড়াছড়ি জেলা পুলিশের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মাল হেফাজতের পাশাপাশি সকল ক্ষেত্রে জেলা পুলিশ জনগনের সেবায় সর্বদা পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপস্) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেলনাজিম উদ্দীন , গুইমারা থানা অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন ও অফিসার ইনচার্জের সহধর্মিণী নাছরিন সালেহা আরিফ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর , গুইমারা প্রেসক্লাব সভাপতি মো: নুরুল আলম ,সাধারন সম্পাদক মো: দুলাল আহমেদসহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগন আরো উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!