নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রসার অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইখতেয়ার উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (৯ মে ২০২৪) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবলু হোসেন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন মোঃ জয়নাল আবেদীন, ১নং গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা প্রমূখ।
এসময় অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আপনাদের সন্তানরা প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠানে আসে কিনা কোথাও বাজে আড্ডা দিচ্ছে কিনা এটা তদারকি করার দায়িত্ব আপনাদের। সঠিক তদারকি না করলে আপনাদের সন্তানরা পতভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিক তদারকি করা অত্যান্ত প্রয়োজন। এছাড়াও মাদ্রাসার মান উন্নয়নের বিষয়ক বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দেন। পরে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় গুইমারা দাখিল মাদ্রসা প্রতিষ্ঠায় অবদান রাখায় ৪ ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- ডা. মতিউর রহমান, সেরাজুল হক, রফিক আহাম্মদ চৌধুরী, গোলাম হোসেন সরদার।
Leave a Reply