শিরোনাম
গুইমারায় শনিবার হাটবাজারে সবজি ও মাস-মাংস নির্ধারিত সেটে বিক্রয়ের নিদের্শ গুইমারায় কল্পনা ইলেকট্রনিক্স দোকান উদ্বোধন দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক রাজস্থলীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের বিভিন্ন অনুদান প্রদান গণমাধ্যম কর্মীদের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান খাগড়াছড়িতে মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ খাগড়াছড়িতে অজ্ঞাত লাশ উদ্ধার পাহাড়ে গণহত্যার দায়ে সন্তু লারমা ও প্রসীত খীসার বিচারের দাবি ছাত্র পরিষদের

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা ও বিনামূল্যে সেবা

Reporter Name

নুরুল আলম: পার্বত্য জেলা খাগড়াছড়ি স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অর্ন্তগত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

এরই ধারাবাহিকতায় ২০ মে ২০২৪ শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানিকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করার জন্য সোলার প্যানেল, তীব্র তাপদাহ হতে মুক্তির জন্য ফ্যান, বেকারত্ব দূরীকরণে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঢেউটিন, প্রান্তিক কৃষকদের মাঝে ইউরিয়া সার, কীটনাশক স্প্রে করার মেশিন, ফলজ গাছের চারা, বিশুদ্ধ পানি পানের জন্য মানিকছড়ি ইংলিশ স্কুলে পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, যাতায়াতের সুবিধার্তে ট্রাভেল ব্যাগ, স্থানীয় ক্লাবে মাঝে খেলাধুলা সামগ্রী, মসজিদের জন্য মাইক, হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ২৩২জন সুবিধাভোগীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও, ২০৩ জন জনসাধারণের মাঝে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষদ বিতরণ করা হয়। উক্ত মানবিক কর্মকান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৫৪৯০ ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, রিজিয়ন ও জোনের অন্যান্য অফিসার্সবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মানিকছড়ি থানা অফিসার ইনর্চাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!