নিজস্ব প্রতিবেদক: রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রুমায় মানববন্ধন করেছেন সাধারণ বম জনগোষ্ঠীরা।
বুধবার (২২ মে) সকালে রুমা বাজারে হরি মন্দিরে সামনে এই মানববন্ধনে কর্মসূচি পালিত হয়। এসময় হাতে পেষ্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ সাধারণ বম জনগোষ্ঠীরা।
এসময় বেথেল পাড়া সাবেক ইউপি সদস্য লাললুং থাং বম, ধর্মীয় পাজক রেভা: পেকলিয়ান বম, নারী নেতা জিং ঠুয়াই বম, শিক্ষার্থী এসথার বমসব আরও অনেকে বক্তব্যে রাখেন।
বক্তারা বলেন, কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে। সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। তাই যারা অস্ত্রধারী ও দেশ-বিরোধী তাদেরকে আইনে আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে রুমা সচেতন নাগরিক সমাজের সাধারণ বম জনগোষ্ঠীরা উপস্থিত ছিল।
Leave a Reply