নুরুল আলম :: খাগড়াছড়ির গুইমারায় দুর্যোগ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে ২০২৪) বিকাল ৫টায় গুইমারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “রেমাল” এর দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়।
এতে সৃষ্ট ঘূর্ণিঝড় “রেমাল” এর দুর্যোগে পাহাড় ধ্বসের আশঙ্কা, ক্ষয়-ক্ষতিসহ একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে জরুরি সেবা দেয়ার লক্ষে ফায়ার সার্ভিসের রেসকিউ টিম প্রস্তুত রাখার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা,গুইথানার ওসি প্রতিনিধিসহ সকল দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
Leave a Reply