নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন, এমপি চেকপোষ্টে স্থানীয় মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণের আয়োজন করেছে। এছাড়াও খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৭ মে (সোমবার) গুইমারা রিজিয়ন কর্তৃক “নো হেলমেট নো রাইড” মূলমন্ত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মোটর সাইকেল চালকদের অধিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫০জন মোটর সাইকেল চালককে হেলমেট প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যেকোন দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন সেনাবাহিনীর সাহায্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন নিরলসভাবে কাজ করে যাবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। এসময় গুইমারা রিজিয়নের অনান্য সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply