নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নির্দেশে জেলা পুলিশ এর উদ্যোগে, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন ৩০ মে ২০২৪ গুইমারা থানা এলাকায় NO HELMET, NO FUEL সরকারের এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মোটরসাইকেল চালকও যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন।
জনবহুল এলাকায় পেষ্টুন টানিয়ে এবং মোটর সাইকেলে ষ্টীকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, সচেতনতাই পারে নিজেকেও নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। আসুন NO HELMET, NO FUELএই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করে নিজে বাঁচি, অন্যকে বাঁচায়।
Leave a Reply