নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৪ইং) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কংজরী মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমুখ।
সভায় উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সরকারের অধিনে গুইমারার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে। মডেল মসজিদ হতে শুরু করে উপজেলার অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সরকারের এসব উন্নয়নমূলক কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব) ১ম স্থান অধিকারকারী খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ গুইমারা সরকারি কলেজের ছাত্র মোঃ মেহেদী হাসান (রনি)কে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply