নুরুল আলম:: গুইমারায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে্। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরি।
বুধবার (৬ জুন ২০২৪) সকাল ১১টায় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা থানা অফিসার ইনর্চাজ মো: আরিফুল আমিন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন সহ সরকারি কর্মকর্তা কর্মচারি সাংবাদিক ও স্কুল কলেজ ছাত্র ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরি বলেন, পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে পরিবেশ রক্ষায় বিকল্প নেই। তাই সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি,পরিবেশ বাঁচাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করে পরিবেশ রক্ষায় বনায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
Leave a Reply