নুরুল আলম:: মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনবার্সনের লক্ষ্যে আগামী ১০ জুন সারাদেশের ন্যায় রাঙামাটিতে ৬৮০ জনকে জমি ও গৃহ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, ৫ম পর্যায়ের ১ম ধাপে ২০২৩ সালের ১৪ নভেম্বর ৮৬০টি গৃহের মধ্যে ১২৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ের ২য় ধাপের চলতি বছরের ১০ জুন রাঙামাটির ৬৮০ জনকে জমি ও গৃহ প্রদান করা হবে। বর্তমানে ৫ম পর্যায়ের বাকী আরও ৫৭টি ঘর প্রস্তুত করা হচ্ছে।
আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে এসব গৃহ ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply