নুরুল আলম:: রাঙামাটি শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরে জেলা শহরের তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় ডালিয়া দেওয়ান (৪০) নামে ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ডালিয়া দেওয়ান ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর বলেন, দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন।
Leave a Reply