শিরোনাম
পার্বত্য চুক্তি স্বাক্ষরের দিবস উদযাপন উপলক্ষে যামিনীপাড়া জোন কর্তৃক অনুদান প্রদান ২৭তম শান্তি চুক্তি স্বাক্ষরের বর্ষপূতি উপলক্ষে সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাহাড়ে শান্তি ফেরাতে হলে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে পার্বত্য চুক্তি নিয়ে খাগড়াছড়িতে নাগরিক ও জেএসএস পাল্টা-পাল্টি কর্মসূচি গুইমারাতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় মাদ্রাসার সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে মতবিনিময় সভা” প্রশাসনের উপর ভর করে স্বৈরাচারী সরকার ক্ষমতায়ন টিকে ছিলো ১৮ বছর পর রাঙামাটি পৌর জামায়াতের কর্মী সম্মেলন ইউপিডিএফ এবং জেএসএসের মধ্যে গোলাগুলি, আহত অন্তত ৫

গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর স্বপ্নের আবাসনে ১২৫ পরিবার

Reporter Name

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উৎসব মূখর পরিবেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে ১২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন ২০২৪) সকালে ঘর হস্তান্তর অনুষ্ঠানে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় ১২৫ টি পরিবারের নিকট জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রধান মন্ত্রীর মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এসব ঘর হস্তান্তর করেন।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা।

এছাড়াও ৩ ইউনিয়নের উপকার ভোগী ১২৫ পরিবারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত গুইমারা উপজেলায় ৬০৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost
error: Content is protected !!