নিজস্ব প্রতিবেদক:: ‘আওয়ামী লীগ অপরাজেয় শক্তির নাম’। সকল ভয়ভীতি উপেক্ষা করে আওয়ামীগের কর্মীরা কাজ করে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রোববার (২৩ জুন) সকালে পৌরসভা প্রাঙ্গণে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে। পুরো দেশে এ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আমাদের নেতাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। সাহসিকতার সাথে আমরা এসব সন্ত্রাসীদের মোকাবিলা করছি। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে। যতদিন সাধারণ মানুষ আওয়ামী লীগের সাথে আছে ততদিন আওয়ামী লীগ’কে কেউ ধ্বংস করতে পারবে না বলে জানান তিনি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুর রশীদ, সনদ কুমার বড়ুয়া, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমানসহ সংগঠনটির জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ¦রতী তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর দলের প্রবীণ নেতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।
Leave a Reply