নুরুল আলম::: খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে মিলনায়তনে কক্ষে কেক কাটা হয়।
পরে জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর টাউন হলে গিয়ে শেষ হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,যুগ্ম-সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সদস্য বাসন্তী চাকমা,সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
Leave a Reply