নুরুল আলম:: খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।
Leave a Reply