নুরুল আলম:: টানা কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (০২ জুলাই) সকাল থেকে কাচাংল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়।
জানা গেছে, উপজেলার সদর, বারবিন্দু ঘাট, মাষ্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রূপকারি ও পুরাতন মারিশ্যা গ্রাম প্লাবিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) শিরিন আক্তার বলেন, টানা ভারী বর্ষণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ শুরু করবে।
Leave a Reply